স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের মেগা নিলাম হয়ে থাকে তিন বছর পরপর। দলগুলোর ভারসাম্য আনতে, নতুন ক্রিকেটারদের সুযোগ করে দিতে হয়ে থাকে মেগা নিলাম। সাধারণ নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ইচ্ছেমতো খেলোয়াড় ধরে রাখতে পারে। তবে মেগা নিলামের আগে সেটি পারে না। সর্বোচ্চ ছয় জন ক্রিকেটারকে ধরে রাখা যায়। বাকী ক্রিকেটারদের নিলাম থেকে কিনতে হয়।
তবে এবারের আইপিএলের মেগা নিলাম হচ্ছে এক বছর আগেই। অর্থাৎ দুই বছর পর। ২০২২ সালের পর আজ আবারো শুরু হচ্ছে মেগা নিলাম। সৌদী আরবের জেদ্দায় দুই দিন ব্যাপী নিলাম শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
আইপিএল ২০২৫ আসর উপলক্ষে দুই দিনের মেগা নিলাম অনুষ্ঠানের প্রথম দিন আজ। আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের নিলাম। ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে নিলাম প্রক্রিয়া।
আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার কিনতে পারবে। আর সর্বনিম্ন স্কোয়াড হতে হবে ১৮ জনের। অর্থাৎ ১০টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫০ জন খেলোয়াড় নিতে পারবে। এর মধ্যে আগেই ৪৬ জনকে ধরে রেখেছে তারা। তাই নিলামে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার বিক্রি হবেন। তবে দলগুলোর ক্রিকেটার কেনার পরই নির্ভর করছে কতজন ক্রিকেটার দল পাবেন।
নিলামের জন্য ৫৭৫ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয়, ২০৯ জন বিদেশি।নিলামে আছেন বাংলাদেশি ১২ জন ক্রিকেটার। আইপিএলের নিযম অনুযায়ী একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১২০ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে। যেমন, চেন্নাই সুপার কিংস (সিএসকে) ৫ জন ক্রিকেটার ধরে রেখেছে। তাদের ধরে রাখতে ফ্র্যাঞ্চাইজিটির ব্যয় হয়ে গেছে ৬৫ কোটি ভারতীয় রুপি। এখন তারা আরও ব্যয় করতে পারবে ৫৫ কোটি রুপি। সর্বনিম্ন ১৮ জনের স্কোয়াড গঠন করতে এই অর্থ দিয়েই আরও ১৩ জন ক্রিকেট কিনতে হবে চেন্নাইকে।
রিটেইন করার পর চেন্নাই সুপার কিংস: ৫৫ কোটি টাকা ব্যয় করতে পারবে নিলামে। রাজস্থান রয়্যালস ৪১ কোটি টাকা খরচ করতে পার নিলাম থেকে। মুম্বাই ইন্ডিয়ান্স পারবে ৪৫ কোটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিলামে খেলোয়াড় কিনতে খরচ করতে পারবে ৮৩ কোটি টাকা। কলকাতা নাইট রাইডার্স পারবে ৫১ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালস নিলামে সর্বোচ্চ ৭৩ কোটি টাকা খরচ করতে পারবে। সানরাইজ হায়দ্রাবাদের হাতে নিলামে খরচ করার মতো অর্থ আছে ৪৫ কোটি টাকা।
এছাড়াও নিলাম থেকে লখনৌ সুপার জায়ান্ট ৬৯ কোটি টাকা খরচ করে খেলোয়াড় কিনতে পারবে। গুজরাট টাইটান্সের হাতে আছে ৬৯ কোটি টাকা। তবে নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে পারবেন পাঞ্চাব কিংস। তাদের হাতে আছে এখনো ১০৫ কোটি টাকার বেশি।
ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে নিলামে সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের নিয়ে মার্কি খেলোয়াড়দের তালিকা করা হয়েছে। নিলামে তাদেরকে সবার আগে তোলা হবে। এই মানের খেলোয়াড়দের দুটি সেটে ভাগ করা হয়েছে। প্রতি সেটে ৬ জন করে ক্রিকেটার আছেন।
প্রথম সেটে আছেন জস বাটলার, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ত, কাগিসো রাবাদা, অর্শদ্বিপ সিং ও মিচেল স্টার্ক। দ্বিতীয় সেটে আছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ডেভিড মিলার, লোকেশ রাহুল, যুজবেন্দ্র চাহাল ও লিয়াম লিভিংস্টোন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০