নিজস্ব প্রতিবেদকঃ তামিম ইকবাল – কাইল মেয়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ে বড় জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল ফরচুন বরিশাল। সোমবার মিরপুরে ৩৪ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে তারা হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। শুভাগত হোম-রোমারিও শেফার্ডদের দেয়া ১৩৫ রান তাড়া করতে নেমে ১৪.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তামিমের দল।
হেরে বিদায় নিলেও ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। তিনি বলেন, ‘আমি বলব যে আমরা সন্তুষ্ট। আমরা যেভাবে ক্রিকেট খেলেছি প্রতিটি ম্যাচে, সত্যিই অসাধারণ। কিন্তু প্লে অফে সেভাবে হয়তো পারফর্ম করতে পারিনি। ছেলেরা যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করেছে, আমাদের মোমেন্টাম এনে দিয়েছে, আমি খুশি।’
শুভাগত হোম আরও বলেন, ‘গত বছর থেকে এই বছরের দলটা অনেকটা গোছানো। যারা খেলেছে তারা সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এই বছর। আমাদের দলের বন্ডিংটা ভালো ছিল। সেই হিসেবে আমাদের খুব বেশি নামি প্লেয়ার ছিল না, আমাদের বন্ডিং ভালো ছিল, সেই হিসেবে ফল আমাদের পক্ষে এসেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post