স্পোর্টস ডেস্ক:: নেপালে মেয়েদের সাফ চ্যাম্পিয়ন ম্যাচটাই হয়ে থাকলো সাবিনা-ঋতুপর্নাদের কোচ বাটলারের শেষ ম্যাচ। রাগে-অভিমানে মেয়েদের সঙ্গে শিরোপা উদযাপনেও যাননি কোচ। ম্যাচ শেষে সাংবাদিকদের জানিয়ে দিলেন এটিই তার শেষ ম্যাচ। বাংলাদেশ মহিলা দলের কোচের দায়িত্ব ছাড়ছেন তিনি। দীর্ঘ দিন থেকে মেয়েদের সঙ্গে তার বনিবনা হচ্ছিলো না।
দলের মধ্যে কোন্দল তৈরি হয়। কোচ বাটলার ফুটবলারদের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তারুণ্যকে গুরুত্ব দিতে গিয়ে সিনিয়র সঙ্গে জড়ান বিবাদে।একটা সময় ফুটবলাররাই কোচের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন। বাটলারও কম যাননি। মেয়েদের বিরুদ্ধে টিকটকে মনযোগী হওয়ার অভিযোগ তুলেন। তবে মাঠের পারফরম্যান্স মেয়েরা সাফল্যে রাখেন অব্যাহত।
এরপর বাটলার অভিযোগ তুলেন সাবিনাদের সফল কোচ গোলাম রব্বানী ছোটনের বিরুদ্ধে। ২০২২ সালে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করান কোচ ছোটন। এরপর বাফুফের উপর অভিমানে ছাড়েন ফেডারেশন। বাটলার অভিযোগ তুলেন, দলের বাইরে থেকে ছোটন মেয়েদে কুপরামর্শ দিচ্ছেন। প্রিয় কোচের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ মেনে নিতে পারেননি ফুটবলাররা। তারাও করেন প্রতিবাদ। কোচ-ফুটবলারদের বিবাদ আরো বেড়ে যায়।
সিনিয়র হটাও মন্ত্রে বাটলার দলে সিনিয়র ফুটবলারদের কোণঠাসা করে রাখেন। এমনকি তাদের ছাড়াই পাকিস্তানের বিপক্ষে সাফের প্রথম ম্যাচে একাদশ সাজান। অধিনায়ক সাবিনাসহ আরো কয়েকজন সিনিয়রদের মাঠে নামানোর অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি কোচ। যার শেষটা হলো চ্যাম্পিয়ন কোচের বিদায়ে।
নেপালে সাফ জয়ের পর মেয়েরা যখন শিরোপা নিয়ে উদযাপন করছিলো, কোচ বাটলার তখন দূরে দাঁড়িয়ে ছিলেন। স্থানীয় সাংবাদিকরা দূরে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে বাটলার যেন ক্ষোভ থেকেই বলে উঠেন, ‘এই শিরোপা মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদযাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ (মেয়েদের সঙ্গে)। এখন সংবাদ সম্মেলন আছে, আমাকে যেতে দিন।’
মারিয়া মান্ডা, সানজিদা, কৃষ্ণা, মাসুরার মতো অভিজ্ঞদের গুরুত্ব দিচ্ছিলেন না কোচ। তাদেরকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে একাদশ সাজান। দুর্বল পাকিস্তানের সঙ্গে ড্র করে বসে বাংলাদেশ। সেই ম্যাচে মারিয়া ও মাসুরাকে নামানোর জন্য বারবার অনুরোধ করেছেন সাবিনাসহ বাকি ফুটবলাররা। ভেতরের এই কোন্দলের খবর বেরিয়ে আসে গণমাধ্যমেও।
কোচ বাটলার ভারতের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে হুমকি দিয়ে বলেন, ‘দেখব সিনিয়ররা কি পারফর্ম করে।’ কোচের হুমকি আমলে নেন ফুটবলাররাও। ভারতের বিপক্সে জ্বলে উঠেন তারা। শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ হয় গ্রুপ চ্যাম্পিয়ন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০