নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের ঢাকার প্রথম পর্বের খেলা শেষ হচ্ছে মঙ্গলবার। এরপরই টুর্নামেন্টের খেলা গড়াবে সিলেটের মাঠে। চায়ের শহরে আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের খেলা। আর সেখানে অংশ নিতে ইতিমধ্যেই সিলেটে পৌঁছেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা দল।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সবার আগে সিলেটে এসে পৌঁছায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল। বেসরকারি বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সাড়ে ৪টায় রওনা হয় দলটি। এরপর সিলেট এম জি ওসামানী বিমানবন্দরে সন্ধ্যায় পৌঁছে টিম হোটেলে গিয়ে উঠে দল।
এদিকে চট্টগ্রাম পৌঁছার কিছু সময় পরই সিলেটে এসে পা রাখে দুর্দান্ত ঢাকা দল। মোসাদ্দেক-শরিফুলরা সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকা থেকে ৩৬০ আউলিয়ার শহরে পা রাখেন। এরপর টিম হোটেলে গিয়ে উঠে। আগামীকাল দলটি বিশ্রামে থাকবে।
বিপিএলে এবার বেশি ম্যাচ পেয়েছে সিলেট। লাক্কাতুরার ২২ গজে ছয় দিন ক্রিকেট উৎসবে মাতবেন সমর্থকরা। এই ছয়দিনে মোট খেলা হবে ১২টি ম্যাচ। প্রতিদিন থাকবে দুটি করে ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে ম্যাচ। ২৬ জানুয়ারি, শুক্রবার প্রথম দিনে প্রথম ম্যাচে স্বাগতিক রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স মুখোমুখি লড়াইয়ে নামবে। দিনের দ্বিতীয় ম্যাচে রাতে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এরপর যথাক্রমে ২৭ জানুয়ারি, ২৯ জানুয়ারি, ৩০ জানুয়ারি, ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি সিলেটের মাঠে গড়াবে খেলা। মাঝে ২৮ জানুয়ারি বিরতি থাকবে, বিরতি থাকবে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post