স্পোর্টস ডেস্ক:: বিপিএলকে ডিপিএলের চেয়েও খারাপ মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। জানিয়ে ছিলেন, তিনি সিইও হলে দুই মাসের মধ্যেই সবকিছু ঠিক করে ফেলবেন। এরপর বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা তাকে আমন্ত্রণ জানান দায়িত্ব নেওয়ার।
অলরাউন্ডার সাকিব আল হাসান এরপরই বলেন, হলে সভাপতিই হতে চান। সিইও নয়। এ নিয়ে বিসিবি এবং সাকিবের মধ্যে শুরু হয়ে দূরত্ব। বিপিএলকে হ-য-ব-র-ল বলেও মন্তব্য করেন আরেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। ফরচুন বরিশালের অধিনায়ক মাঠে ঢুকে পড়েন, আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদও জানান।
শেষ পর্যন্ত বাধ্যই হয়েই বিসিবি সাকিবের সঙ্গে বৈঠকে বসলো। চট্টগ্রামে এই অলরাউন্ডারের সাথে রুদ্বদ্ধার বৈঠক হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের। যদিও আনুষ্ঠানিক ভাবে কোনো পক্ষই সেটি স্বীকার করতে চাইছেন না।
বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাকিবের কাছে জানতে চাইলে শুরুতে এমন কোনো বৈঠকের কথা তার জানা নেই বলে মন্তব্য করেন। এমন বৈঠক হওয়া ভালো কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ভালো কথা। ’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম পর্ব মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ হয়েছে। কাল শুক্রবার থেকে চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় পর্ব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post