নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে ঢাকায় এসে পৌঁছেছেন ডোয়াইন প্রিটোরিয়াস। ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। আর এর জন্য বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিপিএলের বাকি অংশের জন্য বরিশালের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এই দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার।
পাকিস্তান জাতীয় দল ও এর আশেপাশের তারকারা চলে গেছে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে পিএসএলের প্রস্তুতির জন্য ছেড়ে দিতে হয়েছে তাদেরকে। পিসিবি নিজ দেশে ফিরে যেতে বলছে ক্রিকেটারদের। যার ফলে এক ঝাঁক তারকা চলে গেছেন। এতে তারকা আর ক্রিকেটার সংকটে পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলো।
তবে সেই শঙ্কা কেটে গেছে আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকায় চলমান এসএ টি-টোয়েন্টি শেষের পথে থাকায়। এর মাঝেই চমক দিয়েছে ফরচুন বরিশাল। দক্ষিণ আফ্রিকার তারকা ডোয়াইন প্রিটোরিয়াস এসেছেন খেলতে।
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৩৩ বছর বয়সে অবসর নিয়েছেন প্রিটোরিয়াস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনযোগ বাড়াতেই এই সিদ্ধান্ত। এই পেস বোলিং অলরাউন্ডার চলমান এসএ টি-টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। এবার আসছেন সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল দলের হয়ে খেলতে।
এখন পর্যন্ত ৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ২৭ ইনিংসে বল হাতে ৩৫ উইকেট শিকার করেছেন। ইকোনোমি রেট যেখানে ৮.২৮। আর ব্যাট হাতে ১৭ ইনিংসে ২৬১ রান করেছেন। স্ট্রাইক রেট ১৬৪.১৫। এছাড়া ১৯১টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৬৫ ইনিংসে বল করে শিকার করেছেন ১৪৮ উইকেট। ৮.৪২ ইকোনোমি রেট। আর ১৫১ ইনিংস ব্যাট হাতে ২৩৫৬ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৮.২৬।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post