নিজস্ব প্রতিবেদকঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলো ছড়ানো ক্রিকেটারদের মধ্যে একজন ইফতেখার আহমেদ। পাকিস্তানের এই তারকা ব্যাটার খেলছেন ফরচুন বরিশালের হয়ে। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রস্তুতি ম্যাচের জন্য তিনি ফিরে গিয়েছিলেন নিজ দেশে।
তবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে সেই প্রস্তুতি ম্যাচ খেলেই ফিরে এসেছেন আবারও বিপিএলে। ম্যাচ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছেন এই তারকা। সোমবার মধ্যরাতে তিনি এসে বাংলাদেশে পৌঁছান। যদিও আবারও ফিরে যেতে হবে তাঁকে পাকিস্তানে পিএসএল খেলতে।
তবে এর আগে বরিশালের হয়ে গ্রুপ পর্বের বাকি থাকা দুটি ম্যাচেই খেলবেন নাকি, একটি ম্যাচে খেলবেন সেটা এখনও নিশ্চিত নয়। অন্তত একটি ম্যাচে খেলা নিশ্চিত। যেটি কিনা মাঠে গড়াবে মঙ্গলবার সন্ধ্যায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবেন তিনি।
এরপর গ্রুপ পর্বে বরিশালের বাকি থাকবে আরও একটি ম্যাচ। যেটি কিনা মাঠে গড়াবে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায়। খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে ইফতেখার খেলবেন কিনা, সেটি এখনও নিশ্চিত না। এরপর থেকে শুরু হবে প্লে-অফ পর্ব। তবে সেখানে খেলতে পারবেন না ইফতেখার। কেননা ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল।
এবারের আসরে ১০ ম্যাচ খেলে ১০ ইনিংসে ব্যাট করে ৩৪৭ রান করেছেন ইফতেখার। যৌথভাবে আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩ ফিফটির সাথে আছে ১ সেঞ্চুরিও। স্ট্রাইক রেট ১৬১.৩৯। আসরে বরিশালের গুরুত্বপূর্ণ সময়ে যখন দরকার পড়েছেন, ইফতেখার জ্বলে উঠেছেন ব্যাট হাতে।
সাকিব আল হাসানের সাথে আছে কয়েকটি দারুণ জুটি। চলমান আসরে সর্বোচ্চ ২৩ ছক্কা হাঁকিয়েছেন ইফতেখার। এর বাইরেও ১৯ বাউন্ডারি আছে নামের পাশে। এসব পরিসংখ্যানই বলে দিচ্ছে, কতটা আগ্রাসী আর ফর্মে আছেন এই মিডল অর্ডার ব্যাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post