নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একের পর এক বিতর্ক লেগেই আছে। এবার নতুন বিতর্কের সঙ্গী হয়েছে টুর্নামেন্ট। আর যেখানে মধ্যমণি সাকিব আল হাসান। তার সঙ্গী নুরুল হাসান সোহান। এই ঘটনা রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মধ্যকার মঙ্গলবার দিনের প্রথম ম্যাচের।
যেখানে বরিশালের ইনিংসের একেবারে শুরুতে সাকিব আল হাসান মাঠের ভেতর ঢুকে পড়েন। মূলত স্ট্রাইক প্রান্ত ও বোলার বদলানো নিয়ে খানিক নাটক চলে। বরিশালের ওপেনার চতুরঙ্গা ডি সিলভা স্ট্রাইকে ছিলেন আর বোলিং প্রান্তে ছিলেন রংপুরের রাকিবুল হাসান। কিন্তু বাঁহাতি চতুরঙ্গাকে দেখে রংপুরের অধিনায়ক নুরুল হাসান বোলিংয়ে পরিবর্তন আনেন। বল তুলে দেন অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাতে।
আর এই পরিবর্তন দেখে মাঠের বাইরে পায়চারী করতে থাকা সাকিবের ইশারা শুনে নন স্ট্রাইকে থাকা আরেক ওপেনার এনামুল হক বিজয় স্ট্রাইকে আসেন। আর এটা দেখে তখন রংপুর ফের একবার বোলার পাল্টে ফেলে। ডানহাতি এনামুলের বিপক্ষে বাঁহাতি স্পিনার রকিবুলকে বোলিং দেওয়ার। মাঝ মাঠে এই নাটক চলাকালীনই ডাগআউট থেকে দৌড়ে মাঠে চলে আসেন বরিশালের অধিনায়ক সাকিব। মাঠের মধ্যে তর্কে মজেন আম্পায়ারের সাথে।
নিয়ম অনুযায়ী ম্যাচ অফিসিয়ালের অনুমতি ছাড়া এভাবে মাঠে প্রবেশ করা নিষেধ। এছাড়া আম্পায়ারের সাথে তর্কও শৃঙ্খলা বহির্ভূত। আর এই কারণে শাস্তি পেয়েছেন সাকিব। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এই বাঁহাতি অলরাউন্ডারকে। একইসাথে ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
শুধুমাত্র সাকিবকেই নয়, একই শাস্তি দেওয়া হয়েছে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান ও বরিশালের ওপেনার এনামুল হক বিজয়কেও। এর মধ্যে বোলিং নিয়ে নাটকীয়তার জন্য সোহানকে দেওয়া হয়েছে শাস্তি। অপরদিকে বিজয়কে শাস্তি দেওয়া হয়েছে ম্যাচে তার এলবিডব্লিউ আউট নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে না নিয়ে তর্ক করায়। ম্যাচ রেফারি আখতার আহমেদের সেই শাস্তি মেনে নিয়েছেন তিনজনই। যার ফলে আলাদা করে শুনানির প্রয়োজন পড়েনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post