স্পোর্টস ডেস্কঃ বিপিএল ২০২৪-এর আর দিন পাঁচেক বাকি। শেষ মুহূর্তে খুলনা টাইগার্স দলে নিয়েছে পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে খুলনা ফ্র্যাঞ্চাইজি।
এদিকে কদিন আগেই ওশানে থমাস ও নাহিদ রানাকে দলে নিয়ে চমকে দিয়েছিল খুলনা। এবার তারা দলে নিয়েছে পাকিস্তানি অলরাউন্ডার নাওয়াজকে। এই তারকা ছাড়া দলে আগে থেকেই আছেন এভিন লুইস, শাই হোপের মত বিদেশি ক্রিকেটাররা। দেশিদের মধ্যে খুলনায় আছেন এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুবর মত জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটাররা।\
সব মিলিয়ে অভিজ্ঞ, তরুণ, দেশি, বিদেশি মিলিয়ে বেশ সামর্থ্যবান একটি দল আছে খুলনার। আগামী ২০ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিপিএল অভিযান। অবশ্য গত আসরটি ভালো কাটেনি খুলনার। ১২ ম্যাচে মাত্র ৩ জয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল তারা।
খুলনা টাইগার্স- নাসুম আহমেদ, আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন, হাবিবুর রহমান, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, এনামুল হক, মুকিদুল ইসলাম, আকবর আলী, সুমন খান, নাহিদ রানা, এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনাঞ্জয়া ডি সিলভা, শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কাসুন রাজিতা, দাসুন শানাকা ও মোহাম্মদ নাওয়াজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post