নিজস্ব প্রতিবেদকঃ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট। দুপুর ২টায় আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়তে নামবে নবাগত সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরের শের-ই বাংলায় ‘হোম অব ক্রিকেটে’ অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আর সেই ম্যাচ শুরুর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। আর টস জিতেছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামবে শুভাগত হোমের নেতৃত্বাধীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এবারের আসর দিয়েই প্রথমবারের মতো খেলতে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফীর নেতৃত্বে তারকাবহুল দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর সেই তারকাদের দিয়ে প্রথম আসরেই বাজিমাত করতে চায় সিলেট শিবির।
এদিকে বিপিএলের পুরোনো ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে এবারের আসরে একেবারে সাদামাটা দল গড়েছে চ্যালেঞ্জার্সরা। দলে নেই বড় তারকা। গড়পড়তা মানের বিদেশি নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আপাত দৃষ্টিতে বড় আশা করাটা বোকামি। তবে টি-টোয়েন্টিতে নির্দিষ্ট দিনে ভালো করতে পারলে, যে কিছুই সম্ভব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post