নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের উদ্বোধনী ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন ইয়াসির আলি রাব্বি। অল্পের জন্য করতে পারেননি টি-২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। ইয়াসিরের দিনে কম যাননি রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ও। তিনি ঝড় তুলেছেন। তাতেই রাজশাহী মাত্র তিন উইকেট হারিয়ে তুলেছে ১৯৭ রান।
জয়ের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে করতে হবে ১৯৮ রান।
টস হেরে ব্যাট করতে নেমেই উইকেট হারায় রাজশাহী। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রানের খাতা খোলার আগেই ফিরে যান ওপেনার জিসান আলম। দুই মোকাবেলা করে পরাস্ত হন মায়ার্সের কাছে। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারানো রাজশাহী দ্রুত হারায় দ্বিতীয় উইকেটও। দলীয় ২৫ রানেই ফিরে যান আরেক ওপেনার মোহাম্দ হারিস। চতুর্থ ওভারের প্রথম বলে সাজঘরে ফেরার আগে এক ছক্কায় ১২ বলে ১৩ রান করেন তিনি।
এরপর তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় রাজশাহী। এবার ঝড় তুলেন ইয়াসির ও বিজয়। তৃতীয় উইকেট জুটিতে দু’জনে মিলে তুলে নেন ১৪০ রান। ইনিংসের ১৮তম ওভারের চতুর্থ বলে সাজঘরে ফেরেন বিজয়। তার আগে খেলেন দুর্দান্ত এক ইনিংস। রাজশাহীর অধিনায়ক মাত্র ৫১ বলে ৬৫ রানের ঝলমলে এক ইনিংস উপহার দেন সমর্থকদের। পাঁচ ছক্কার ইনিংসে চার ছিলো চারটি।
বিজয় ফিরলেও অবিচল থাকেন ইয়াসির। দুর্দান্ত গতিতে ব্যাট চালাতে থাকেন তিনি। চতুর্থ উইকেটে ৩২ রান তুলে ইনিংস শেষ করেন তিনি। মাত্র ছয় রানের জন্য করতে পারেননি সেঞ্চুরি। ক্যারিয়ার সেরা ৯৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ৪৭ বলের ইনিংসটি সাজিয়েছেন আটটি বিশাল ছক্কায়। সঙ্গে ছিলো সাতটি বাউন্ডারিও। ৯ রানে অপরাজিত থাকেন রায়ার্ন বার্ল। রাজশাহী থামে তিন উইকেটে ১৯৭ রানে।
বরিশালের হয়ে কাইল মায়ার্স দু’টি ও ফাহিম আশরাফ একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম./নি্র/০০