স্পোর্টস ডেস্কঃ গত ৬ ডিসেম্বর ২০২২, লুসাইল স্টেডিয়ামে পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে প্রথমবার খেলার সুযোগ পেয়েছিলেন গনসালো রামোস। তাও আবার বিশ্বকাপ মঞ্চে। একজন ফুটবলারের এর চেয়ে দুর্দান্ত অভিষেক আর কী বা হতে পারে। মাঠে নেমে ২১ বছর বয়সী এই পর্তুগিজ তরুণ তুলে নেন হ্যাটট্রিক।
দ্বিতীয় পর্তুগিজ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে হ্যাটট্রিক পাওয়া রামোস এখন পিএসজির। চলতি দলবদলে তাঁকে ধারে দলে নিয়েছে প্যারিসের দলটি। বেনফিকা থেকে এক মৌসুমের জন্য ধারে তাঁকে পেয়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা। তবে রামোসকে কিনে রাখার ধারাও রয়েছে চুক্তিতে। মূলত ফিনান্সিয়াল ফেয়ার প্লে সংক্রান্ত জটিলতার কারণেই তাকে পাকাপাকিভাবে না কিনে এই মৌসুমের জন্য তাকে ধারে নিয়েছে পিএসজি। আগামী মৌসুমে স্থায়ী চুক্তিতে করে নেবে দুই পক্ষ।
গত মৌসুমে বেনফিকার হয়ে ৩০ ম্যাচে ১৯ গোল করেন রামোস। এর আগে ১২ বছর বয়সে বেনফিকার একাডেমিতে যোগ দেন তিনি। বেনফিকার মূল দলে এই ফরোয়ার্ডের অভিষেক হয় ২০২০ সালে। এরপর গত তিন বছরে ১০৬ ম্যাচে ক্লাবের হয়ে ৪১টি গোল করার পাশাপাশি ১৬টি গোলে সহায়তাও করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post