স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ সফরে বিশ্বকাপ জয়ী ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ দেখা করবেন ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার সাথে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ম্যাশের সাথে ঢাকায় দেখা হবে মার্টিনেজের।
সোমবার ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মার্টিনেজ। এরপর পাঁচ তারকা একটি হোটেলে বিশ্রাম শেষে দুপুরে একটি প্রোগ্রামে অংশ নেবেন। তবে সেটি তাকে ঢাকায় নিয়ে আসা প্রতিষ্ঠানের শো রুম পরিদর্শনের। আর্জেন্টিনার এই তারকা ফুটবলারকে ঢাকায় আনছে ফান্ডেড নেক্সটের কোম্পানির নেক্সট ভেঞ্চার।
কোম্পানীটির অফিস পরিদর্শনের বাইরে মার্টিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবনে যাবেন বিশ্বকাপ জয়ী তারকা। সেখানেই ক্রীড়া প্রেমী প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন তিনি।
ফান্ডেড নেক্সটের কোম্পানি নেক্সট ভেঞ্চারর অফিস পরিদর্শন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাশরাফী বিন মোর্ত্তজার সাক্ষাৎ ছাড়া আর কোনো সূচি নেই এই ফুটবলারের। সাধারণ দর্শকেরাও দেখা করতে পারবেন না। এমনকি স্পন্সর প্রতিষ্ঠানের অফিস-শো রুম পরিদর্শনের সময়েও সাংবাদিকরা থাকতে পারবেন না।
নেক্সট ভেঞ্চারের সিইও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ এবং চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব একসঙ্গে বলেন, ‘আমাদের ইচ্ছে ছিল মার্টিনেজকে নিয়ে একটি পাবলিক অনুষ্ঠান করার। তিনি ২৬ জুন কনফার্ম করেছেন। ঈদের ছুটি এবং তিনি খুবই কম সময় ঢাকায় থাকবেন ফলে সেই অনুষ্ঠান সম্ভব হচ্ছে না। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post