স্পোর্টস ডেস্কঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সোমবার টাইগ্রেসদের দেয়া ১০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট ও ২৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।
কেপটাউনে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন তিনে নামা শামীমা সুলতানা। ১৮ রান আসে শোভনা মোস্তারির ব্যাট থেকে। ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি ১৮ বল খেলে ১৫ রানে ফেরেন। স্বর্ণা আক্তার ৬ রানের বেশি পাননি। পাকিস্তানের নিদা দার ১২ আর নাসরা সান্ধু ১৯ রান খরচায় নেন দুটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় পাকিস্তান দলীয় ১২ রানে সিদরা আমিন বোল্ড হয়ে ফেরেন বাংলাদেশের পেসার মারুফা আক্তারের বলে। আরেক ওপেনার জাভেরিয়া খান বিদায় নেন থিতু হয়ে। তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মারুফাই। এরপর ৩৪ রানের পার্টনারশিপে দলকে বিপদ থেকে টেনে তোলেন অধিনায়ক বিসমাহ মারুফ ও মুনিবা আলি।
দলীয় ৫৮ রানে রুমানা আহমেদের প্রথম শিকারে পরিণত হন মুনিবা। ১৫ বল খেলে ৯ রান করেন তিনি। দলীয় ৬৯ রানে রুমানার দ্বিতীয় শিকারে পরিণত হন বিসমাহ। ৩৩ বল খেলে ২৪ রান করেন পাক অধিনায়ক। তবে অধিনায়কের বিদায়ের পরই ব্যাটে ঝড় তোলেন নিদা দার ও আয়েশা নাসিম।
১৯ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন নিদা। আর আয়েশা ১০ বলে ২ চার ও ১ ছয়ে ২০ রান করে দলকে জয়ের বন্দরে ভেড়ান। বাংলাদেশের হয়ে রুমানা ৬ রানে পান ২ উইকেট। সমান উইকেট শিকার করলেও খরুচে ছিলেন মারুফা। তার ৩ ওভারে আসে ২৭ রান।
Discussion about this post