স্পোর্টস ডেস্কঃ নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ২০২৩ বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে ডাচদের ১২৮ রানে হারিয়েছে লঙ্কানরা। গত কাল শেষ হওয়া বাছাইয়ের সেরা দল এবার ঘোষণা করল আইসিসি। ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে খেলবে নেদারল্যান্ডসও।
নেদারল্যান্ডসকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করতে পারায় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্কট এডওয়ার্ডস। আইসিসি ঘোষিত এই সেরা দলে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের তিন জন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন। স্কটল্যান্ডের দু’জন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন।
- পাথুম নিশাঙ্কা- শ্রীলঙ্কার ওপেনার নিশাঙ্কা ৬৯ গড়ে ৪১৭ রান করেছেন। দু’টি হাফসেঞ্চুরি এবং দু’টি সেঞ্চুরি করেছেন।
- বিক্রমজিৎ সিং– নেদারল্যান্ডসের অলরাউন্ডার ৮ ম্যাচে ৪০.৭৫ গড়ে ৩২৬ রান করেছেন। একটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। বল হাতে ছয় উইকেটও নিয়েছেন তিনি।
- ব্র্যেন্ডন ম্যাকমুলেন– ৭ ম্যাচে ম্যাকমুলেন ১৭.৫৩ গড়ে ১৩টি উইকেট নিয়েছেন। যার মধ্যে একবার তিনি শিকার করেন পাঁচ উইকেট। ব্যাট হাতে ৫২ গড়ে দু’টি সেঞ্চুরি এবং একটি অর্ধশতরানের সাহায্যে ৩৬৪ রান করেন।
- শন উইলিয়ামস– বাছাই পর্বে সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামস। তিনটি সেঞ্চুরি এবং দু’টি অর্ধশতরান সহ ১০০ গড়ে সাতটি ম্যাচে ৬০০ রান করেন। বল হাতে তিনটি উইকেটও নিয়েছেন তিনি।
- ব্যাস ডি’লিড- বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে স্কটল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের বড় জয় পাওয়াটা ছিল গুরুত্বপূর্ণ। এমন সমীকরণের ম্যাচে ডি’লিড পাঁচ উইকেট শিকার। পাশাপাশি সেঞ্চুরি করে নেদারল্যান্ডসকে ভালো জায়গায় নিয়ে যান। তিনি ৭ ম্যাচে একটি সেঞ্চুরির হাত ধরে ২৮৫ রান করেছেন এবং ১৫টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন।
- সিকান্দার রাজা- ব্যাট হাতে সিকান্দার রাজা ৭ ম্যাচে ৩২৫ রান করেন। একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি সহ তাঁর রান এসেছে ৬৫ গড়ে। এ ছাড়াও তিনি ৯ উইকেট নিয়েছিলেন।
- স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার)- নেদারল্যান্ডস অধিনায়ক পুরো টুর্নামেন্টে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। উইকেটের পেছনে থেকে এডওয়ার্ডস ৮ ম্যাচে ১২টি ডিসমিসাল এবং চারটি হাফ সেঞ্চুরি সহ ৩১৪ রান করেছেন।
- ওয়ানিন্দু হাসরাঙ্গা- টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৭ ম্যাচে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। সেরা পরিসংখ্যান ৬/২৪। টানা তিন ম্যাচে ৫টি করে উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।
- মাহিশ থিকশানা- ১২.২৩-এর গড় এবং ৪.০২-এর ইকোনমিরেটে ৮ ম্যাচে ২১টি উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন। হাসারাঙ্গার সাথে জুটি গড়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেওয়ার অগ্রনায়ক তিনি।
- ক্রিস সোল- স্কটল্যান্ডের ক্রিস সোল ৭ ম্যাচে ২৫ গড়ে এবং ৪.৬৭ ইকোনমি রেটে ১১টি উইকেট নিয়েছেন। যদিও স্কটল্যান্ড অল্পের জন্য বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়ে। তবে সোলে তাদের দলের অন্যতম সেরা বোলার।
- রিচার্ড নাগারভা- পেসার নাগারভা ৭ ম্যাচে ১৯.২৮ গড়ে ১৪ উইকেট নিয়েছেন। যার কারণে বাছাই পর্বের সেরা দলে জায়গা করে নিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post