স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে তারা কোনো ম্যাচ খেলেননি, তবুও তাদের একাউন্টে যাচ্ছে ৫ কোটি করে ১৫ কোটি রুপি। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলের রিজার্ভ হিসেবে থাকা চার ক্রিকেটারও পাচ্ছেন বড় অঙ্কের রুপি। প্রত্যেকে পাবেন ১কোটি করে চার কোটি রূপে।
বিশ্বকাপ জেতা ১৫ সদস্যের দলের সব ক্রিকেটারই পাবেন ৫ কোটি রুপি করে। কোচ রাহুল দ্রাবিড়ের একাউন্টেও যাচ্ছে ৫ কোটি রুপি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটারদের মোটা অঙ্কের পুরস্কার দিচ্ছে। দলের প্রত্যেক সদস্যই পাচ্ছেন পুরস্কারের এই টাকা।
বিসিসিআই পুরো দলের জন্য মোট ১২৫ কোটি রুপি অর্থ পুরস্কার ঘোষণা করেছিল। রাহুল দ্রাবিড় ছাড়াও তার সহযোগীরা পাবেন আর্থিক পুরস্কার। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলিপ ও বোলিং কোচ পরস মামব্রেরা প্রত্যেকে পাবেন আড়াই কোটি রুপি করে।
ভারতীয় ক্রিকেট বোর্ড শুধু ক্রিকেটার, কোচ আর সাপোর্ট স্টাফদের নয়, যারা বিশ্বকাপ জয়ী দল গঠণ করেছেন, অর্থাৎ ভারত জাতীয় দলের নির্বাচক ছিলেন তারাও পাচ্ছেন পুরস্কার। অজিত আগারকারের নেতৃত্বাধীন সেই নির্বাচক কমিটির প্রত্যেকে পাবেন ১ কোটি রুপি করে।
ভারতের ৪২ সদস্যের বিশ্বকাপ দলে ছিলেন তিনজন ফিজিও, তিনজন থ্রোডাউন স্পেশালিস্ট, দুজন মালিশকারী এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ। এদের সবাইকে দেওয়া হবে ২ কোটি রুপি করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post