স্পোর্টস ডেস্ক:: সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা-সমালোচনা শেষ হচ্ছে না। ড্রপ ইন পিচ কাণ্ড, ভারতকে বাড়তি সুবিধা দেওয়ায় আইসিসির সমালোচনার মুখে এবার জানা গেলো দু’জন শীর্ষ কর্তা পদত্যাগ করেছেন।
আর্থিক অসঙ্গতির কারণে আইসিসির সভা হওয়ার আগেই তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। ক্লেয়ার ফারলং ও ক্রিস টেটলি ছিলেন আইসিসির শীর্ষ দুই কর্মকর্তা। ফারলং সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। টেটলি ভেন্যু পরিদর্শক দলের সদস্য ও আয়োজক কমিটির প্রধান ছিলেন।
অভিযোগ উঠেছে এই দুই কর্মকর্তা প্রয়োজনের তুলনায় অধিনায়ক খরচ করেছেন যুক্তরাষ্ট্রে অনুষ্টিত ম্যাচগুলোতে। শুক্রবার আইসিসির সভা অনুষ্টিত হবে। সেই সভায় তাদের দু’জনের করা খরচ নিয়ে প্রশ্ন উঠতে পারে। সভার আগেই তাই দু’জনে পদত্যাগ করেছেন।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বেশি অর্থ খরচ করা নিয়ে আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য প্রশ্ন তুললে পরিচালক পঙ্কজ খিমজি বিশ্বকাপে আয়–ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব জানতে চেয়ে সব সদস্যের কাছে চিঠি পাঠান এবং তদন্তের আহ্বান জানান।
শুক্রবার, শ্রীলঙ্কায় বসতে চলা আইসিসির বার্ষিক সম্মেলনে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হবে এবং বিষদভাবে তদন্ত হওয়ার দাবি উঠবে। ফলে তার আগেই নিজেদের পদত্যাগপত্র জমা দিলেন ফারলং ও টেটলি।
বিশ্বকাপে যুক্তরাষ্ট্র পর্ব চলাকালীন খরচের কোনো নিয়ন্ত্রণ ও ভারসাম্য ছিল না দাবি করে ক্রমাগত প্রতিবেদন প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এ ব্যাপারে বলেছেন, ‘কোনো কারণ ছাড়াই অর্থের অপচয় করা হয়েছে। তারা শুধু একটি দিক সক্রিয় রাখার জন্য হাজার হাজার ডলার ব্যয় করেছে। কিন্তু (ক্রিকেটপ্রেমীদের) দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়েছে। বিশ্বকাপ নিয়ে তাদের কোনো পরিকল্পনা ছিল না। কয়েকজন ব্যক্তি নিজেদের ইচ্ছেমতো টাকা ঢেলেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post