স্পোর্টস ডেস্কঃ বহুল কাঙ্খিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে। ২৭ জুন, মঙ্গলবার সেই সূচি প্রকাশ করা হয়। বিশ্বকাপের ১০০ দিনের কাউন্ট ডাউন শুরু হয় সেদিন। বিশ্বকাপের ট্রফি ট্যুরও শুরু হয় একই দিন। ভারতের মুম্বাইয়ে এর জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা বীরেন্দ্রর শেবাগ ও শ্রীলঙ্কান কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন। এই দুই তারকাকে নিয়ে খানিক আলোচনা অনুষ্ঠান ও প্রশ্নোত্তর পর্ব হয়। যেখানে এই টুর্নামেন্টে চার সেমি ফাইনালিস্ট কে হতে পারে, সেই প্রশ্ন ছুঁড়ে যায় শেবাগের দিকে।
সেই প্রশ্নের জবাব দিয়েছেন শেবাগ। ভারতের সাবেক তারকা ব্যাটার নিজের পছন্দের চার সেমি ফাইনালিস্টের নাম প্রকাশ করেছেন। সেখানে তিনি রেখেছেন নিজ দেশ ভারত, রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। গেল টানা দুই বিশ্বকাপে রানার্স আপ হওয়া নিউজিল্যান্ডকে রাখেননি সেই তালিকায়।
শেবাগ বলেন, ‘আমাকে যদি চারটি দল বেছে নিতে হয় তাহলে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান। এরাই সেমি-ফাইনালিস্ট।’
উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হওয়া বিশ্বকাপের পর্দা নামবে ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে। ৪৬ দিনের বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের ১০টি ভেন্যুতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post