স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে দ্বিতীয় বার খেলছেন মেহেদি হাসান মিরাজ। আগের বিশ্বকাপের তুলনায় এবার বেশ পরিণত এই অলরাউন্ডার। বল হাতে দ্যুতি ছড়িয়ে দলে জায়গা পাকা করা এই ক্রিকেটার এখন ব্যাট হাতেও বেশ সাবলীল। চলতি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ফিফটি এসেছে তাঁর ব্যাট থেকে।
শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ধর্মশালায় আগে ব্যাট করে ১৫৬ রানে শেষ হয়ে যায় আফগানদের ইনিংস। রান তাড়ায় তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মিরাজ। নাজমুল হোসেন শান্তর সঙ্গে দারুণ জুটি গড়ে পেয়ে যান ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ফিফটি। চলতি বিশ্বকাপে প্রথম বাংলাদেশী হিসেবে পঞ্চাশের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
৫৮ বলে ৫০ স্পর্শ করেন মিরাজ। তাঁকে সঙ্গ দিচ্ছেন শান্ত। তিনিও আছেন ইনিংস বড় করার পথে। এর আগে ১৯ রানে দলের প্রথম উইকেট পড়ার পর ক্রিজে এসেছিলেন মিরাজ। ২৭ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় টাইগারদের। ফর্মহীন লিটন দাস আজও ইনিংস বড় করতে পারেন নি।
তবে দলকে ব্যাটিং বিপর্যয়ে পড়তে দেননি মিরাজ। শান্তকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে সহজ জয়ের পথে এগিয়ে নিচ্ছেন এই অলরাউন্ডার। এরই মধ্যে তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে ফিফটি। ১৫৭ তাড়া করতে নেমে ২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৩ রান। মিরাজ ৫০ আর শান্ত ২৯ রানে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post