স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার। আগামী ৬ জুন ওমানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বোলিং করতে পারবেন না অজি অধিনায়ক মিচেল মার্শ। এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় তিনি হ্যামস্ট্রিং চোট পেয়েছিলেন। মার্শ এখনও সেরে উঠেননি।
মার্শের বোলিং প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘মিচেলের জন্য প্রস্তুতি ম্যাচগুলো ছিল তার শরীরের অবস্থা বোঝার মঞ্চ। আজ (বৃহস্পতিবার) সে আরও বেশি ওভার ফিল্ডিং করেছে। তার নড়াচড়া আরও সাবলীল ছিল। এটি থেকে সে আরও আত্মবিশ্বাস পাচ্ছে। পুরোটা দেখে বোঝা যাচ্ছে সে প্রথম ম্যাচ খেলার জন্য প্রস্তুত। দ্বিতীয় বিষয় হলো কবে তার বোলিং করার অবস্থা ফিরবে। সেটি প্রথম ম্যাচে হবে না।’
বিশ্বকাপে অস্ট্রেলিয়া লড়বে ‘বি’ গ্রুপে। সঙ্গী হিসেবে আছে ইংল্যান্ড, ওমান, নামিবিয়া এবং স্কটল্যান্ড। আগামী ৬ জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান। এই ম্যাচেই বোলিং করতে পারবেন না অজি অধিনায়ক মার্শ। এদিকে আসর শুরুর আগে আইসিসি নির্ধারিত দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তাসমান সাগরপাড়ের দেশটি। প্রথমটিতে নামিবিয়াকে উড়িয়ে দেয় অজিরা। তবে দ্বিতীয় ম্যাচটি তারা আর জিততে পারেনি উইন্ডিজের বিপক্ষে। এই দুই ম্যাচেই বিশ্বকাপের স্কোয়াডের ৯ জন নিয়ে খেলেছে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post