স্পোর্টস ডেস্কঃ শুক্রবার পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মাঠে নামছে বাংলাদেশ। জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ ভারত। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।
এর আগে অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। ম্যাচের টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামবে ভারত।
বাংলাদেশ একাদশ
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রোহানাতদৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন এবং মারুফা মৃধা।
ভারত একাদশ
উদয় শাহরান (অধিনায়ক), আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশির খান, সচীন দাস, প্রিয়ানশু মলিয়া, আরাভেলি অভনিশ, মুরুগান অভিষেক, রাজ লিম্বানি, নমন তিওয়ারি এবং সাওমি পান্ডে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post