স্পোর্টস ডেস্ক:: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। আইসিসি বিশ্বকাপের জন্য ইতিমধ্যে আট দল চূড়ান্ত হয়ে গেছে। ওয়ানডে সুপার লিগের শীর্ষ আট দল খেলবে সরাসরি। দশ দলের বিশ্বকাপে বাকী আছে দুই দল।
মূল বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে নামবে তাই আরো দশটি দেশ। আইসিসি বিশ্বকাপের বাছাই পর্ব খেলবে তারা। সেখানে থেকে দুই দল যাবে মূল বিশ্বকাপে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বাছাই পর্বের সূচি ঘোষণা করেছে। জিম্বাবুয়েতে ১৮ জুন শুরু হওয়া বাছাই পর্ব শেষ হবে ৯ জুলাই।
দুই গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। প্রতি গ্রুপ থেকে তিনটি করে ছয়টি দল যাবে বাছাইয়ের সুপার সিক্সে। সুপার সিক্সে এক গ্রুপের দল খেলবে আরেক গ্রুপের দলের সাথে। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে বাছাইয়ের ফাইনাল। সেই সঙ্গে মূল বিশ্বকাপেও যাবে তারা।
‘এ’ গ্রুপে আছে নেপাল, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব-আমিরাত, ওমান ও স্কটল্যান্ড।
বাছাইয়ের গ্রুপ পর্বের সূচি;
গ্রুপ পর্বে ১৮ জুন জিম্বাবুয়ের প্রতিপক্ষ নেপাল, ওয়েস্ট ইন্ডিজে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, ১৯ জুন শ্রীলঙ্কার প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে ওসামন, ২০ জুন স্বাগতিক জিম্বাবুয়ে মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে, নেপালের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ২১ জুন স্কটল্যান্ডের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ওমানের প্রতিপক্ষ সংযুক্ত আরব-আমিরাত, ২২ জুন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ নেপাল, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
২৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ওমান, স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সংযুক্ত আরব-আমিরাত, ২৪ জুন জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ নেপাল, ২৬ জুন মাঠেনামবে শ্রীলঙ্কা, প্রতিপক্ষ আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের প্রতিপক্ষ ওমান, ২৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ২৬ জুন জিম্বাবুয়ে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। ২৭ জুন শ্রীলঙ্কার প্রতিপক্ষ স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের প্রতিপক্ষ সংযুক্ত আরব-আমিরাত।
Discussion about this post