স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। পাকিস্তান-ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ৮৪ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ইংল্যান্ড অধিনায়ক বাটলার এখন সাতে। ২১ রানের ইনিংস খেলে জনি বেয়ারেস্টো এগিয়েছেন ৮ ধাপ। তাঁর অবস্থান ৩৬তম।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৫৯ রান করে ব্র্যান্ডন কিং এগিয়েছেন ৫ ধাপ, উঠে এসেছেন ৮ নম্বরে। জনসন চার্লস এগিয়েছেন ১৭ ধাপ। এই ডানহাতির অবস্থান ২০ নম্বরে। এই সিরিজে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন গুড়াকেশ মোতি। বর্তমানে তাঁর অবস্থান ২৭তম স্থানে। বাঁহাতি কাইল মায়ার্স ১২ ধাপ এগিয়েছেন, আছেন ৩১ নম্বরে। এছাড়া ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সূর্যকুমার যাদব। বোলারদের তালিকায় শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post