স্পোর্টস ডেস্ক:: শুরু হয়ে গেলো বিশ্বকাপ উৎসব। উদ্বোধনী ম্যাচে দারুণ জয়ে শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। কানাডাকে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি। বিশ্বকাপে অংশ নিয়ে প্রথম ম্যাচেই জয় পেয়ে গেছে স্বাগতিকরা।
কানাডার দেওয়া ১৯৫ রানের লক্ষ্য সাত উইকেট হাতে রেখেই টপকে গেছে যুক্তরাষ্ট্র। নিজেদের মাটিতে সমর্থকদের মন উৎসবে রাঙিয়ে বিশ্বকাপ শুরু করলো বাইডেনের দেশ। এই ম্যাচে পাঁচটি বিশ্ব ‘রেডর্ক’ গড়েছে স্বাগতিকরা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পাঁচ ‘রেকর্ড’
- যুক্তরাষ্ট্র বিশ্বকাপে প্রথমবার অংশ গ্রহণ করে প্রথম ম্যচেই জয় পাওয়ার ‘রেডর্ক’ গড়েছে। সাত উইকেটে হারিয়েছে কানাডাকে।
- যুক্তরাষ্ট্র নিজেদের টি-২০ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে। কানাডার দেওয়া ১৯৫ রানের লক্ষ্য ১৪ বল আগে ছুঁয়ে ফেলে যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক অ্যারন জোন্স। মাত্র ৪০ বলে ৯৪ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। ২২ বলে ফিফটি ছুঁয়ে যুক্তরাষ্ট্রের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন জোন্স।
- ৯৪ রানের ঝলমলে ইনিংসটি সাজাতে ১০ ছক্কা মেরেছেন জোন্স। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের এটিই সর্বাধিক ছক্কা। ক্রিস গেইল এর আগে দুইবার ৮টি ছক্কা মেরেছেন। রাইলি রুশোও সমান ৮টি ছক্কা মেরেছেন একবার।
- টি-২০ বিশ্বকাপে শত রানের যে কোনো জুটিতে সর্বোচ্চ রানরেটে রান তুলার রেকর্ড গড়েছেন জোন্স ও গিউস। দুজনের জুটিতে ৫৮ বলে ১৩১ রান আসে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post