স্পোর্টস ডেস্কঃ উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি দেখল ওয়ানডে বিশ্বকাপ। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। আহমেদাবাদে আগে ব্যাট করে ২৮২ রান করে ইংলিশরা। রান তাড়ায় দারুণ একটি জয়ের পথে কিউইরা।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৮৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয় নি নিউজিল্যান্ডের। কোনো রান না করেই আউট হয়ে যান দলটি ওপেনার উইল ইয়াং। তবে দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। দুজন রেকর্ড জুটিতে জয়ের ভিত পেয়ে যায় তাসমান সাগরপাড়ের দেশটি।
১৩ চার ও ২ ছক্কায় ৮৩ বলে চলতি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি হাঁকালেন কনওয়ে। বাঁহাতি এই ব্যাটারের এটি ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি, বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথম। ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্যারিয়ার শুরু করা কনওয়ে আছেন ফর্মের তুঙ্গে। যদিও বিশ্বকাপের আগে রান পাননি ইংল্যান্ডে।
বিশ্বকাপ শুরুর দিনে হাসল কনওয়ের ব্যাট। আহমেদাবাদে ৩৬ বলে ফিফটি হাঁকান আজ। এরপর সেই ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করতে বল খেলেন ৮৩টি। তাঁকে দারুণ সঙ্গ দেন রবীন্দ্র। বাঁহাতি এই ব্যাটারও হাঁকিয়েছেন সেঞ্চুরি। তাতে বড় জয়ের একেবারে কাছে নিউজিল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post