স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। মঙ্গলবার ভোরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হেরে সেমিফাইনালের দৌড় থেকে অনেকটা ছিটকে পড়েছে তারা। যদিও কাগজে কলমে সুযোগ আছে এখনও। অন্যদিকে আফগানদের সমীকরণ সহজ- বাংলাদেশ ম্যাচে জিতলে সেমির পথে অনেকটা এগিয়ে যাবে তারা।
সুপার এইটের গ্রুপ ‘১’-এ ভারত টানা ২ জয়ে আছে শীর্ষে। অস্ট্রেলিয়া-আফগানিস্তান জিতেছে একটি করে ম্যাচে। সোমবার রাতে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত। এই ম্যাচেই নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। তবে সেটিতে আগ্রহ নেই বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাসের। তিনি চান শেষটা জয় দিয়ে করুক সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদরা। আফগানিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পোথাস জানান, শেষ ম্যাচে জিততে চায় টাইগাররা।
পোথাস বলেন, ‘প্রতিটি ম্যাচেই আপনি প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইবেন। আমরাও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবো। আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক সাফল্য আছে। ওদের বিপক্ষে সিরিজও জিতেছি। আপনি ক্রিকেটের মতো খেলায় আপনার দেশকে প্রতিনিধিত্ব করছেন, এটা অনেক সম্মানের। আফগানিস্তানের বিপক্ষে অতীতে অনেক সাফল্যই আছে। আমরা তাই এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post