স্পোর্টস ডেস্কঃ নিশ্চিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটের পূর্ণাঙ্গ ফিক্সচার। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে লড়বে ২১ জুন, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সুপার এইট পর্ব শুরু হবে ১৯ জুন। সুপার এইটের দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।
১ নম্বর গ্রুপের শীর্ষ দল খেলবে ২ নম্বর গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে। একইভাবে ২ নম্বর গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে ১ নম্বর গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। গ্রুপ ‘ডি’ এর দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ সুপার এইট নিশ্চিত করে। এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই সুপার এইটের টিকিট কাটে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সুপার এইটে খেলবে গ্রুপ ‘১’ এ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এদিকে অস্ট্রেলিয়া ম্যাচের পর টাইগাররা
গ্রুপ ‘ডি’ এর দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ সুপার এইট নিশ্চিত করে। এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই সুপার এইটের টিকিট কাটে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সুপার এইটে খেলবে গ্রুপ ‘১’ এ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এদিকে অস্ট্রেলিয়া ম্যাচের পর টাইগাররা ২২ জুন ভারত এবং ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে খেলবে। সেখানে তিন ম্যাচের মধ্যে অন্তত দুটিতে জিতলে সেমিতে যাওয়ার বড় সম্ভাবনা থাকবে নাজমুল হোসেন শান্ত–সাকিব আল হাসানদের।
সুপার এইটের সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
১৯ জুন | যুক্তরাষ্ট্র–দক্ষিণ আফ্রিকা | অ্যান্টিগা | রাত সাড়ে ৮টা |
২০ জুন | ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ | সেন্ট লুসিয়া | সকাল সাড়ে ৬টা |
২০ জুন | আফগানিস্তান–ভারত | বার্বাডোজ | রাত সাড়ে ৮টা |
২১ জুন | অস্ট্রেলিয়া–বাংলাদেশ | অ্যান্টিগা | সকাল সাড়ে ৬টা |
২১ জুন | ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা | সেন্ট লুসিয়া | রাত সাড়ে ৮টা |
২২ জুন | যুক্তরাষ্ট্র–ওয়েস্ট ইন্ডিজ | বার্বাডোজ | সকাল সাড়ে ৬টা |
২২ জুন | ভারত–বাংলাদেশ | অ্যান্টিগা | রাত সাড়ে ৮টা |
২৩ জুন | আফগানিস্তান–অস্ট্রেলিয়া | সেন্ট ভিনসেন্ট | সকাল সাড়ে ৬টা |
২৩ জুন | যুক্তরাষ্ট্র–ইংল্যান্ড | বার্বাডোজ | রাত সাড়ে ৮টা |
২৪ জুন | ওয়েস্ট ইন্ডিজ–দক্ষিণ আফ্রিকা | অ্যান্টিগা | সকাল সাড়ে ৬টা |
২৪ জুন | অস্ট্রেলিয়া–ভারত | সেন্ট লুসিয়া | রাত সাড়ে ৮টা |
২৫ জুন | আফগানিস্তান–বাংলাদেশ | সেন্ট ভিনসেন্ট | সকাল সাড়ে ৬টা |
Discussion about this post