স্পোর্টস ডেস্ক:: বিসিবির নির্বাচকেরা মাস চারেক আগেই বিশ্বকাপ বিবেচনার জন্য ২৬ জন ক্রিকেটারের পুল তৈরি করেন। সেই পুলে নাম নেই নুরুল হাসান সোহানের। উইকেটরক্ষক এই ব্যাটার ‘অবাক’ হয়েছেন ২৬ জনের পুলে না থাকাতে। জানিয়েছেন, এতোটা খারাপ খেলেননি, যে ২৬ জনের পুলে থাকবেন না।
ভারতে অনুষ্টিতব্য আগামি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বেশ আগ থেকেই প্রস্তুুতি শুরু করে বাংলাদেশ। বিসিবির নির্বাচকেরা জাতীয় দলের আশাপাশে থাকা ২৬ জন ক্রিকেটারকে পুল তৈরি করেন।
ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও নির্বাচকদের সেই তালিকায় জায়গা হয়নি সোহানের। ১৪ ইনিংসে ৫১১ রান করেছেন। ৫ ফিফটির সঙ্গী ছিলো ৪৬.৪৫ গড়। এমন পারফর্ম করেও নির্বাচকদের নজরে না থাকায় আক্ষেপ ঝড়ছে তার কণ্ঠে।
সাংবাদিকদের সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় এতটা খারাপ খেলিনি যে ২৬ জনের পুলে থাকব না। টিম ম্যানেজমেন্টের হয়তো অন্য কোনো পরিকল্পনা আছে। হয়তো কম্বিনেশনের কারণে রাখা হয়নি।’
বিশ্বকাপের সময়টায় নিজের দূর্বলতা নিয়ে কাজ করবেন জানিয়ে সোহান সাংবাদিকদের আরো বলেন, ‘এটা খুব বেশি মেটার করছে না আমার কাছে। নিজের যে দুর্বল দিকগুলো আছে। একটা সময় পেয়েছি এর মধ্যে মানসিক, শারীরিক ও স্কিল নিয়ে আরও কাজ করতে চাই। যাতে আরও ভালোভাবে ফিরে আসতে পারি। গত ৭-৮ বছর ধরেই আমি খেলে আসছি। মনে হচ্ছে নিজের কাজ করার আরও কিছু জায়গা আছে, আরও ভালো ভাবে ফিরে আসতে হবে। এটা একটা ভালো দিক এই সময়টায় নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post