স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে জুটি বেঁধে খেলতে চান লেভানডফস্কি। বার্সেলোনার এই তারকার প্রত্যাশা আর্জেন্টাইন অধিনায়ক ক্যাম্প ন্যুতেই ফিরবেন।
পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষের পথে। কিন্তুু এখনো নতুন চুক্তি করেননি তিনি। গুঞ্জন আছে সৌদীর ক্লাব আল হিলালেই যাচ্ছেন তিনি। অন্য দিকে বার্সেলোনাও সাবেক তারকাকে দলে ফেরাতে চাইছে। লা লিগার সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকও করেছে ক্লাবটি।
এরই মধ্যে লেভানডফস্কি জানালেন, তিনি বিশ্বকাপ জয়ী এই তারকার সাথে খেলতে চান। পিএসজির সঙ্গে মেসির বনিবনা না হওয়া, নিষিদ্ধ কাণ্ড সব মিলিয়ে তার ক্লাব ছাড়া প্রায় নিশ্চিত। এখন তিনি সৌদীতে যাবেন নাকি ক্যাম্প ন্যুতে ফিরবেন সেটা নিয়েই বেশ আলোচনা হচ্ছে।
লিওনেল মেসির সঙ্গে বার্সায় খেলতে চান জানিয়ে লেভানডফস্কি বলেন, ‘আমি বার্সেলোনা মেসির সঙ্গে খেলতে চাই। সাম্প্রতিক বছরে সে তার খেলার ধরনে পরিবর্তন এনেছে। এমন একজন খেলোয়াড়ের সঙ্গে খেলাটা সহজ, যে কিনা ফুটবলকে তার মতো করে গভীরভাবে বোঝে। সে ভিন্নভাবে ভাবে , মাঠে নিজেকে ভিন্ন অবস্থায় রাখে। খেলার প্রতি তার ভাবনা অনন্য। আমরা অবশ্যই সেটা ব্যবহার করব। মেসি ফিরলে আমি কোন পজিশনে খেলব? সেই ব্যাপারে জাভিকেই জিজ্ঞেস করতে হবে। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post