স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদে দীর্ঘ অপেক্ষার অভিষেক হয়ে গেল কিলিয়ান এমবাপের। আতালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপ ফাইনালে অভিষেকে গোলও করেছেন ফরাসি তারা, চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শেষে এমবাপে বলেন, ‘বিশ্বের সেরা ক্লাবের হয়ে প্রথম শিরোপা জয়। চলো আরও জিতি। আলা মাদ্রিদ। আমরা রিয়াল মাদ্রিদের। আমাদের কোনো সীমা নেই। আমারও নেই। ৫০ গোল করলে সেটাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দল হিসেবে জেতা ও উন্নতি করা। কারণ, আমরা দল হিসেবে জিততে যাচ্ছি।’
পোল্যান্ডের ওয়ারশতে বুধবার স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে নেন ফেদে ভালভার্দে। পরে গোল করেন এমবাপে। ঘড়ির কাঁটা যখন ১ ঘণ্টা স্পর্শ করছে, তখনই গোল পেয়ে যায় রিয়াল। জুড বেলিংহ্যামের পাস বক্সে খুঁজে পায় ভিনিসিয়ুস জুনিয়রকে। বাঁ দিক থেকে আসা সেই বলটা ফাঁকায় পেয়েছিলেন ভালভার্দে। সেখান থেকেই আসে প্রথম গোল। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বেলিংহ্যামের পাসে বক্সের ভেতর থেকেই ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০