স্পোর্টস ডেস্কঃ আগামী সেপ্টেম্বরে স্কটল্যান্ডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি, ইংল্যান্ডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। আসন্ন এই সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে প্রথমবার ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক কুপার কনোলি।
স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজগুলোতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে এ সফরে বিশ্রামে থাকবেন ওয়ানডে ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। এদিকে টি-টোয়েন্টিতে মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল বিশ্রামে থাকবেন। পেসার হিসেবে অভিজ্ঞ জশ হ্যাজলউডের সঙ্গে আছেন জাভিয়ের বারলেট, নাথান এলিস ও স্পেনসার জনসন। দুই সংস্করণেই রাখা হয়েছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও অ্যারন হার্ডিকে। এদিকে সর্বশেষ বিশ্বকাপের দলে থাকা ম্যাথু ওয়েড ও অ্যাশটন অ্যাগারকে বাদ দেওয়া হয়েছে। গত বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান ডেভিড ওয়ার্নার। তাঁর জায়গায় ডাক পেয়েছেন জেক ফ্রেজার-ম্যাগার্ক
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড (স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে)– মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্লেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), স্পেনসার জনসন, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড (ইংল্যান্ডের বিপক্ষে)– মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিস (উইকেটকিপার), ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post