স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। জাতীয় দলের অ্যানালিস্ট হিসেবে আর কাজ করা হচ্ছে না তার। বিষয়টি জানিয়েছেন শ্রীনিবাস নিজেই। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে বিদায় নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন তিনি।
ফেসবুক পোস্টে শ্রীনিবাস লিখেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বাংলাদেশ দলকে কালকের অস্ট্রেলিয়া ম্যাচের পর বিদায় জানাতে চাচ্ছি। এই যাত্রাটি ছিল শিক্ষা, ওঠা নামাসহ আরও নানা কিছু দিয়ে পরিপূর্ণ যা আমি জীবনের বাকি অংশে লালন করে যাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য, কোচ, অধিনায়ক, ক্রিকেটার সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’
বাংলাদেশ দলের হয়ে ২৫ টেস্ট, ৭৫টি-টোয়েন্টি, ও ৮৩টি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন শ্রীনিবাস। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ দলের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এছাড়া আইপিএলে সানরাইজার্স হাইদ্ররাবাদের হয়েও কাজ করেছেন শ্রীনিবাস। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচে আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বিদায় নিবেন তিনি। এদিকে আগেই বিসিবির চাকরি ছাড়ার কথা জানান পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post