স্পোর্টস ডেস্ক:: বিসিবির চাকরি ছেড়ে এক সপ্তাহও বসে থাকতে পারলেন না অস্ট্রেলিয়ান পিচকিউরেটর টনি হেমিং। বাংলাদেশের চাকরি ছেড়ে দেওয়া এই উইকেট বিশেষজ্ঞকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের উইকেট প্রস্তুুত করেই পাকিস্তানে দুই বছরের অধ্যায় শুরু করবেন তিনি।
পিসিবি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে টনি হেমিংকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েচেন, হেমিংয়ের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তাদের। আগামীকাল দায়িত্ব নিতে লাহোরে পৌঁছানোর কথা তাঁর। হেমিংয়ের প্রথম দায়িত্বই হবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পিচ প্রস্তুত করা।
পাকিস্তানের ঘরের মাঠে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীন পাঁচটি টেস্টের পিচ প্রস্তুত করবেন হেমিং। আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টের পর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা পাকিস্তানের।
আগামি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিরও আয়োজক পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পিচগুলো টনি হেমিং প্রস্তুুত করবেন। অথচ এই কিউরেটরের সঙ্গে বিসিবির চুক্তি ছিলো দুই বছরের জন্য। এক বছর কাজ করেই তিনি চাকরি ছেড়ে চলে গেছেন। টিক কারণে বিসিবির চাকরি হেমিং ছেড়েছেন সেটি অবশ্য জানায়নি বোর্ড।
কিউরেটর টনি হেমিং একজন মৃত্তিকা বিশারদ। বাংলাদেশে আসার আগে পার্থে ওয়াকার মৃত্তিকা বিশারদ ও পরামর্শক ছিলেন। দায়িত্ব পালন করেছেন আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটরেরও। এমসিজিতে দীর্ঘদিন কাজ করেছেন।
আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও প্রশিক্ষক হিসেবেও তিনি কাজ করেছেন। বিশেষজ্ঞ পিচ কিউরেটর হিসেবে বিশ্ব ক্রিকেটে তার বেশ নামডাক আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post