স্পোর্টস ডেস্কঃ অবশেষে এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেল মুম্বাই ইন্ডিয়ান্স। হাই-স্কোরিং ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়নরা ২৯ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। বৃথা গেছে ত্রিস্টান স্টাবসের বিধ্বংসী ইনিংসের লড়াই। টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দিল্লি। পাঁচ ম্যাচে চার হারে দলটির অবস্থান টেবিলের তলানিতে। ম্যাচ সেরা হয়েছেন মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালানো রোমারিও শেফার্ড।
ওয়াংখেড়েতে ঘরের মাঠে ১৮ হাজার ক্ষুদে সমর্থকদের সামনে টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও ইশান কিষাণের ব্যাটে উড়ন্ত শুরু পায় মুম্বাই। দুজনে মিলে ৮০ রানের উদ্বোধনী জুটি গড়েন। ৭ ওভার স্থায়ী সেই জুটি ভাঙে ৪৯ রানের ইনিংস খেলা রোহিত শর্মার বিদায়ে। আউট হওয়ার আগে ২৭ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান রোহিত। ইনজুরি কাটিয়ে আসরে প্রথম ম্যাচ খেলতে নামা সূর্যকুমার যাদব অবশ্য উইকেটে এসেই ডাক মেরে ফিরে যান।
দলের রান একশ পার করে প্যাভিলিয়নের পথ ধরেন ইশানও। এর আগে ২৩ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪২ রান করেন তিনি। এদিন সুবিধা করতে পারেননি তিলক ভর্মাও। ৬ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর অনেকটা ৩৯ রানের ধীর গতির ইনিংস খেলে আউট হন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ইনিংসের শেষ দিকে অষ্টম উইকেটে ১৩ বলে ৫৩ রানের ঝড়ো জুটি গড়ে দলের রান পাহাড়সম উচ্চতায় নিয়ে যান টিম ডেভিড ও রোমারিও শেফার্ড।
অ্যানরিখ নরকিয়ার করা ইনিংসের শেষ ওভারে ৪ ছক্কা ও ২ চারের মারে ৩২ রান তুলেন শেফার্ড। এই ক্যারিবিয়ান তারকা শেষ পর্যন্ত ১০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৩৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকে। আইপিএলের ইতিহাসে অন্তত দশ বল খেলা ক্রিকেটারদের ইনিংসের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট (৩৯০) এখন শেফার্ডের। এদিকে কম যাননি ডেভিডও। তিনিও ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৫ রানের ক্যামিও খেলেন। মুম্বাই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে পায় ২৩৪ রানের পুঁজি।
দিল্লির হয়ে অক্ষর প্যাটেল ৩৫ রানে ২টি ও নরকিয়া ৬৫ রানে ২টি উইকেট লাভ করেন।
২৩৫ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি দিল্লি। ৩.৪ ওভারে ২২ রানের বেশি টেকেনি উদ্বোধনী জুটি। এদিন ১০ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন ওয়ার্নার। তবে পৃথ্বী শ পেয়েছেন রান। অভিষেক পোরেলকে সাথে নিয়ে ৮৮ রানের দারুণ জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান পৃথ্বী। বুমরাহ’র অসাধারণ ইয়র্কারে বোল্ড আউট হওয়ার আগে ৪০ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করে আউট হন তিনি। ফিফটির সম্ভাবনা জাগিয়েও ৩১ বলে ৫ বাউন্ডারিতে থামে অভিষেকের ইনিংস। ব্যর্থ হন অধিনায়ক ঋষভ পন্ত (১)।
তবে চারে নেমে একাই লড়ে যান স্টাবস। শেষ পর্যন্ত ২৮৪ স্ট্রাইক রেটে ৭১ রানের অনবদ্য ইনিংস খেললেও, দলকে জেতাতে পারেননি। মাত্র ২৫ বলের সেই ইনিংস সাজানো ছিল ৩ চার ও ৭ ছক্কার মারে। দিল্লির ইনিংস থামে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রানে।
মুম্বাইয়ের হয়ে ৩৪ রান খরচায় একাই ৪ উইকেট নেন জেরাল্ড কোয়েটজে। বুমরাহ ২টি ও শেফার্ড ১টি উইকেট লাভ করেন।
Discussion about this post