স্পোর্টস ডেস্কঃ ইউরোর দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কায় ছিল ইংল্যান্ড। স্লোভাকিয়ার বিপক্ষে গত রাতে ম্যাচের একেবারে শেষ মূহুর্ত পর্যন্ত পিছিয়ে ছিল তারা। তবে যোগ করা সময়ে থ্রি-লায়ন্সদের ত্রাতা জুড বেলিংহাম। এই ফরোয়ার্ডের দৃষ্টিনন্দন গোলে সমতা ফেরায় গ্যারেথ সাউথগেটের দল। আর অতিরিক্ত ৩০ মিনিটের খেলার শুরুর প্রথমদিকের গোলে স্লোভাকিয়ানদের হৃদয় এফোঁড়ওফোঁড় করেন হ্যারি কেইন।
প্রথমার্ধে ইভান শারাঞ্জ স্লোভাকিয়াকে এগিয়ে নেওয়ার পর ৯৫তম মিনিটে সমতা টানেন বেলিংহাম। অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন কেইন। তাতে ২-১ গোলের জয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠল ফেভারিট ইংল্যান্ড। এর আগে ম্যাচের ২৫তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে এগিয়ে যায় স্লোভাকিয়া। দুই সতীর্থ ঘুরে বক্সের বাইরে বল পান দাভিদ স্ত্রেলেক। তার পাস বক্সে পেয়ে সঙ্গে লেগে থাকা খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে গোলরক্ষককে পরাস্ত করেন শারাঞ্জ। আসরে ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোল হলো ৩টি।
গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠা ইংল্যান্ড দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরতে পারত। ফিল ফোডেন ৫০ মিনিটে স্লোভাকিয়ার জাল খুঁজে নেন। কিন্তু অফসাইডে থাকার তাঁর গোলটি বাতিল হয়ে যায়। এরপর নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিট পর্যন্তও ১–০ ব্যবধানে পিছিয়ে ছিল সাউথগেটের দল। এরপরই বাইসাইকেল কিকে বেলিংহামের ঐ গোল! কর্নার থেকে উড়ে আসা সতীর্থের হেড পাসে ওভারহেড কিকে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদ এই মিডফিল্ডার। ১–১ সমতা চলে আসা ম্যাচটা এরপর অতিরিক্ত সময়ে গড়াল। সেখানে জয়সূচক গোল করলেন অধিনায়ক কেইন। ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প লিখে ইংল্যান্ড পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। আগামী শনিবার রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বেলিংহাম–কেইনদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করা সুইজারল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post