স্পোর্টস ডেস্কঃ ভ্যালেন্সিয়ার মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও ড্র নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে আচমকা জোড়া গোল হজম করা কার্লো আনচেলত্তির দল ম্যাচে ফেরে প্রথমার্ধের শেষদিকে। ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ২-২ গোলে ড্র হওয়ায় মেস্তায়া থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরল লা লিগার জায়ান্টরা।
ম্যাচের সবচেয়ে নাটুকে ঘটনাটি ঘটে শেষদিকে। রেফারির শেষ বাঁশির আগে ডানপ্রান্ত থেকে আক্রমণে উঠছিল রিয়াল। দলটির এক খেলোয়াড় যখন ক্রস করছেন পেনাল্টি বক্সে, রেফারির ম্যাচ শেষ করার লম্বা বাঁশি। বলটা তো রেফারির বাঁশি শুনে থামেনি, জুড বেলিংহামের মাথা ছুঁয়ে চলে গিয়েছিল জালে। কিন্তু ততক্ষণে তো ম্যাচ শেষ, গোলটাও তাই গোনা হলো না। নাটকীয় ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হলো ২–২ গোলেই। এরপরই রিয়ালের খেলোয়াড়েরা ঘিরে ধরলেন রেফারিকে। বেলিংহাম একটু বেশিই প্রতিবাদ করেন, ফল লাল কার্ড দেখতে হলো ইংলিশ ফরোয়ার্ডকে।
বেলিংহামকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তও কোনোভাবে মেনে নিতে পারছেন না আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘বেশি কিছু বলার নেই। অভূতপূর্ব কিছু একটা ঘটল। পজেশন তখন আমাদের দখলে ছিল। বল যখন ভালেন্সিয়ার পায়ে ছিল তখন খেলা শেষ করা উচিত ছিল। পুরোই অস্বাভাবিক একটা ঘটনা। আমার ক্যারিয়ারে এমন ঘটনা আগে ঘটেনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post