স্পোর্টস ডেস্কঃ আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ও মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের মধ্যকার দ্বীপাক্ষিক সিরিজ। সিরিজের প্রথম তিন দিনের ম্যাচের প্রথম দিনটা দারুণ গেছে প্রাইম ব্যাংক ও বিসিবির সমন্বয়ে গঠিত দলবাংলাদেশ দলের। বল হাতে দারুণ নৈপূণ্যের পর ব্যাট হাতেও শুভ সূচনা করেছে জুনিয়র টাইগাররা।
মুম্বাইয়ের শচীন টেন্ডুলকার জিমখানা মাঠে নিজেদের প্রথম ইনিংসে আগে ব্যাট করে ৭৬.৩ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে পড়ে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। দলের পক্ষে ১৩৯ বলে ১১ বাউন্ডারিতে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন অনিরুদ্ধ নায়ার। এর বাইরে শ্রেয়ান্স ৩৯ ও ইন্দ্রজিৎ ২৬ রান করেন।
বাংলাদেশের হয়ে সবুজ, রাতুল ও তামিম ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসের শুরুটা বেশ ভালোই করে বাংলাদেশ। দিন শেষে স্কোরবোর্ডে তুলেছে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান। ওপেনার জাওয়াদ আবরার দলকে উড়ন্ত শুরু এনে দিয়ে ৪৪ রান করে ফিফটি মিসের আক্ষেপ নিয়ে আউট হয়েছেন। তার ৩১ বলের আক্রমণাত্বক ইনিংসটি সাজানো ছিল ৮ বাউন্ডারিতে।
দিন শেষে আরেক ওপেনার আজিজুল তামিম ও মোহাম্মদ রিফাত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। কাল আবার ব্যাট করতে নামবেন। বাংলাদেশ এখন পিছিয়ে আছে ১৩৩ রানে।
ভারতের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন অনিরুদ্ধ নায়ার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post