নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করে ৫ লাখ টাকার প্রাইজমানি জিতেছেন কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম। তার সমান ১৭ উইকেট তুলে যৌথভাবে শীর্ষে থাকলেও, হাসান মাহমুদ খেলেছেন দুই ইনিংস বেশি।
ফাইনালে ৩ ওভারে ১৯ রান খরচায় ১ উইকেট নিয়েছেন তানভির। পুরো আসরেই তিনি বল হাতে রেখেছেন দারুণ অবদান। বাঁহাতি স্পিনে দারুণভাবে সামলেছেন পাওয়ার প্লেতে বোলিংয়ের দায়িত্ব। মাঝের ওভারে রান আটকে রাখার কাজও করেছেন তিনি।
সব মিলিয়ে এবারের বিপিএলে ১২ ম্যাচে তানভির নিয়েছেন ১৭ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন স্রেফ ৬.৩৬ রান। ফরচুন বরিশালের বিপক্ষে নেওয়া ৩৩ রানে ৪ উইকেট এবারের আসরে তার সেরা বোলিং। পুরো আসরজুড়ে দারুণ বোলিংইয়ের সুবাদে ৫ লাখ টাকার প্রাইজমানি জিতেছেন এই বাঁহাতি।
এদিকে সেরা ফিল্ডারের পুরষ্কার জিতেছেন সিলেট স্ট্রাইকার্সের মুশফিকুর রহিম। এই উইকেটকিপার ব্যাটার আসরে সব মিলিয়ে ১৪টি ডিসমিসাল করেছেন। ৫২ বলে ৭৯ রানের ইনিংসে কুমিল্লাকে জিতিয়ে ফাইনালের ম্যাচ অব ম্যাচ নির্বাচিত হয়েছেন জনসন চার্লস। তার হাতে উঠেছে ৫ লাখ টাকার প্রাইজমানি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post