স্পোর্টস ডেস্কঃ মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। শুক্রবার ভোরে এই সমস্যা দেখা দেওয়ার পর চট্টগ্রামে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। এরপর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় তাকে নিয়ে আসা হয়। এবার উন্নত চিকিৎসার থাইল্যান্ডে নেওয়া হচ্ছে তাকে।
রোববার ব্যাংককে যাচ্ছেন নাফিস ইকবাল। সাবেক এই ব্যাটারকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে। তার সাথে যাচ্ছেন মা, বোন ও স্ত্রী। বড় ভাইয়ের অসুস্থতার সংবাদ শুনে দুবাইয়ে থাকা তামিম ইকবালও দেশে ফিরে এসেছেন। ভিসা পাওয়ার পর তিনিও যাবেন ব্যাংককে। আপাতত শঙ্কামুক্তই আছেন নাফিস। তবে পরিবার কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না। যার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।
৩৯ বছর বয়সী নাফিস ইকবাল বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন ১১ টেস্ট আর ১৬ ওয়ানডেতে। বর্তমানে জাতীয় দলের কখনো ম্যানেজার আবার কখনো লজিস্টিক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও জাতীয় দলের দায়িত্বে ছিলেন। দলের সাথে সফর করেছিলেন নাফিস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post