স্পোর্টস ডেস্কঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। অভিজ্ঞ এই কোচকে নিয়োগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে আরসিবি কর্তৃপক্ষ।
গেল কয়েক বছর ধর মাইক হেসনকে প্রধান হিসেবে রেখেছিল ব্যাঙ্গালোর। তবে চূক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে না বাড়িয়ে ছেড়ে দিয়েছে দলটি। একইসাথে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকেও ছেড়ে দিয়েছে। শুধুমাত্র তাদেরই নয়। পুরো কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্ট ছেড়ে দিয়ে নতুন করে ঢেলে সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।
আর এরই ধারাবাহিকতায় অ্যান্ডি ফ্লাওয়ারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্যাঙ্গালোর। সবশেষ দুই আসরে লখনৌ সুপার জায়ান্টসের কোচের দায়িত্বে ছিলেন। দুই আসরেই দলকে সেরা চারে রেখেছেন। তবে দুই বছরের চুক্তির মেয়াদ ফুরোবার পর ফ্লাওয়ারকে ছেড়ে দিয়ে জাস্টিন ল্যাঙ্গারকে প্রধান কোচ করেছে লখনৌ।
সেই সুযোগই লুফে নিয়েছে ব্যাঙ্গালোর। বিশ্বজুড়ে বিভিন্ন জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগে প্রধান কোচের দায়িত্ব পালন করা ফ্লাওয়ারকে নিজেদের ঢেরায় নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে শিরোপা জেতা অভিজ্ঞ এই কোচ দিয়েই আইপিএলে শিরোপা খরা কাটানোর নতুন স্বপ্ন বুনেছে ব্যাঙ্গালোর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post