নিজস্ব প্রতিবেদকঃ হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকরা ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আইরিশদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০ উইকেট হাতে রেখে পাওয়া জয়টি বাংলাদেশের ইতিহাসে প্রথম।
মাত্র ৩২ রানে ৫ উইকেট নেন হাসান। এটিই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। দলের জয়ে বড় অবদান রাখা এই পেসারের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের নবম পেসার তিনি। ৫ উইকেট নিয়েও বড় উদযাপন করতে দেখা যায়নি হাসানকে। তবে শুধু এই ম্যাচেই নয়, প্রায় সব ম্যাচেই উইকেট পাওয়ার পর নিজেকে সামলে নেন এই তরুণ। কেন উদযাপন করেন না তিনি?
বৃহস্পতিবার ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবালের সাথে হাসান আসেন সংবাদ সম্মেলনে। কেন উইকেট পেয়েও উদযাপন করেন না তিনি, এমন প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তরুণ এ পেসার শুরুতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বললেন, ‘করি না, এটাই আরকি।’
এরপর একটু জোরাজুরির পর যে ব্যাখ্যা দিলেন, সেটি একটু অদ্ভুতই, ‘ব্যাটসম্যানকে আউট করার পর উদযাপন করলে ওর মন খারাপ হবে আরও, এই ভেবেই করি না!’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post