স্পোর্টস ডেস্কঃ দিন কয়েক ধরেই ফুটবলের দলবদলে বিষয়টি নিয়ে গুঞ্জন চলে আসছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণা চলে আসলো ভিতর রককে নিয়ে। ব্রাজিলের ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে বার্সেলোনা।
ভিতর রককে নিয়ে তার বর্তমান ক্লাব আথলেতিকো পারানেন্সের সাথে সমঝোতায় পৌঁছার কথা বুধবার এক বিবৃতিতে জানিয়েছে কাতালান জায়ান্টরা। চুক্তি অনুযায়ী ২০২৪-২৫ মৌসুমে স্পেনের চ্যাম্পিয়নদের ঢেরায় যোগ দেবেন রক। আর সেই চুক্তি চলবে ২০৩১ সাল পর্যন্ত।
তবে চুক্তির আর্থিক বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বার্সা কর্তৃপক্ষ। যদিও গণমাধ্যমের তথ্যমতে, ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দেবে বার্সেলোনা। এর বাইরেও বোনাসসহ খরচ হবে আরও ২০ মিলিয়নের বেশি ইউরো। রকের রিলিজ ক্লজ রাখা হবে ৫০০ মিলিয়ন ইউরো।
ব্রাজিলের ক্লাবটির হয়ে ৬৬ ম্যাচ খেলে ২২ গোল করেছেন রক। গেল মৌসুমে দলকে কোপা লিবের্তাদোরেসের ফাইনালে তুলতে বড় অবদান রাখেন। এছাড়া চলতি বছরের শুরুতে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্সে সবার নজর কাড়েন আলাদাভাবে। ব্রাজিলের শিরোপা জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আসরের সর্বোচ্চ ৬ গোল করেন তিনি।
ক্লাব ও বয়সভিত্তিক দলে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ব্রাজিল জাতীয় দলেও ডাক পেয়েছেন রক। চলতি বছরের মার্চে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকেই রেকর্ড গড়েন। ব্রাজিলের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে অভিষেকের কীর্তি গড়েন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post