স্পোর্টস ডেস্কঃ সেন্ট লুসিয়া কিংস ও জ্যামাইকা তালাওয়াহস ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের ক্যারিবিয়া প্রিমিয়ার লিগ। বৃহস্পতিবার ভোরে আসরের প্রথম ম্যাচে দারুণ ব্যাট করেছেন জ্যামাইকার ওপেনার ব্রেন্ডন কিং। এই ওপেনারের ঝড়ে ১১ রানের জয় পেয়েছে তাঁর দল।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮৭ রান করে জ্যামাইকা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১৭৬ রানের বেশি করতে পারে নি সেন্ট লুসিয়া। টস হেরে আগে ব্যাট করতে নেমে জ্যামাইকার ওপেনার কিং ৩৯ বলে ফিফটি পূরণ করেন।
শেষ পর্যন্ত ৫৩ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮১ রান করে ফেরেন কিং। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান (১১ বল) করেন কিংয়ের ওপেনিং সঙ্গী কার্ক ম্যাকেঞ্জি। ১৪ বলে ১৯ রান করেন ইমাদ ওয়াসিম। সেন্ট লুসিয়ার হয়ে বল হাতে রস্টন চেজ ৩ উইকেট শিকার করেন। আলজারি জোসেফের শিকার ২ উইকেট।
রান তাড়ায় সেন্ট লুসিয়া চতুর্থ ওভারে হারায় অধিনায়ক ফাফ দু প্লেসিকে (৮)। ওপেনিংয়ে জনসন চার্লস ২৪ রান করেন ২২ বলে। তিনে নেমে জিম্বাবুয়ের শন উইলিয়ামস আউট হন ২২ বলে ২৬ রান করে। সিকান্দার রাজা বিদায় নেন ১০ বল খেলে কেবল ৪ রান করে। রস্টন অবশ্য দেখা পান ফিফটির।
ষষ্ঠ উইকেটে রোশন প্রাইমাসের সঙ্গে ২৮ বলে ৬১ রান যোগ করে রস্টন সেন্ট লুসিয়ার জয়ের আশা সঞ্চার করেন। ৫ উইকেট হাতে নিয়ে শেষ ২ ওভারে ৩২ রানের সমীকরণ তখন তাদের জন্য সহজই লাগছিল। কিন্তু এই দুজনকেই থামিয়ে জয় তুলে নেয় জ্যামাইকা। ২০ বলে ৩৭ রান করে প্রাইমাস রান আউট হয়ে যান।
৩১ বলে ৫৩ রান করা রস্টনের বিদায়ে শেষ হয়ে যায় সেন্ট লুসিয়ার সম্ভাবনা। ৪ চার ও ৩ ছক্কায় তিনি করেন এই ৫৩ রান। জ্যামাইকার পক্ষে ইমাদ ওয়াসিম সর্বাধিক ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন সালমান ও ক্রিস গ্রিন। কোনো উইকেট পান নি দলটির পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ৪ ওভারে ৪৭ রান খরচ করেন তিনি। ম্যাচ সেরা হয়েছেন কিং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post