স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় ভারতের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১২ রানে জিতল রোহিত শর্মার দল। হায়দ্রাবাদে আগে ব্যাট করে ৩৪৯ রান করে স্বাগতিকরা। রান তাড়ায় তাণ্ডব চালান নিউজিল্যান্ডের ব্যাটার মাইকেল ব্রেসওয়েল। তবে শেষ পর্যন্ত ট্র্যাজিক হিরোই হয় এই বাঁহাতি ব্যাটারকে। ১২টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৭৮ বলে ১৪০ রান করে আউট হন তিনি।
বুধবার ৩৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ষষ্ঠ ওভারে ডেভন কনওয়ে ১৬ বলে ১০ রানে আউট হন। হেনরি নিকোলস ১৮, ড্যারিল মিচেল ৯ ও টম লাথাম ২৪ রান করেন। গ্লেন ফিলিপস করেন ১১, ফিন অ্যালেনের সংগ্রহ ৪০।
দলীয় ১৩১ রানেই ৬ উইকেট না হারালে হয়তো ম্যাচের ফল ভিন্ন করতে পারতো কিউইরা। টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ব্রেসওয়েল ওয়ান ম্যান আর্মি হয়ে লড়াই করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেন মিচেল স্যান্টনার। সপ্তম উইকেটে ব্রেসওয়েলের সঙ্গে ১৬২ রানের জুটি গড়ার পথে ৫৭ রান করেন তিনি। ওয়ানডেতে এই উইকেটে যা নিউজিল্যান্ডের জুটির রেকর্ড। ভারতের বিপক্ষেও কোনো দলের সপ্তম উইকেটে সেরা জুটি এটি। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতে ৩৩৭ রানে অলআউট হয় সফরকারীরা।
শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের লাগত ২০ রান। স্ট্রাইকে ছিলেন ব্রেসওয়েল। ওভারের প্রথম বলেই লং-অন দিয়ে ছক্কা মারেন তিনি। পরের বাউন্সার ডেলিভারিটি তার মাথার অনেক উপর দিয়ে যাওয়ায় আম্পায়ার দেন ওয়াইডের সিদ্ধান্ত। তবে পরের বলেই আস্থার প্রতিদান দেন ভারতের পেসার শার্দুল ঠাকুর। স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বাগতিকরা। অফ স্টাম্পের দিকে সরে গিয়ে মারতে গিয়ে ইয়র্কার ডেলিভারিতে পরাস্ত হন ব্রেসওয়েল। বল প্যাডে লাগলে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দেন আম্পায়ার। ব্রেসওয়েল রিভিউ নিলেও পাল্টায়নি কিছু।
এর আগে ম্যাচের শুরুটা ছিল ‘গিলময়।’ ইনিংস শুরু করতে নেমে শেষ ওভারে ফেরার আগে কিউই বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি করেন তিনি। খেলেন ২০৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। তার ১৪৯ বলের ইনিংসে ৯ ছক্কার পাশে চার ১৯টি। ওয়ানডের ইতিহাসে দ্বিশতক করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন গিল। ২৩ বছর ১৩২ দিন বয়সে কীর্তিটি গড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। এই ইনিংসের পথে ভারতের হয়ে দ্রুততম এক হাজার ওয়ানডে রানের কীর্তিও গড়েন গিল, ১৯ ইনিংসে।
Discussion about this post