স্পোর্টস ডেস্কঃ সিডনি টেস্টে দারুণ মাইলফলক স্পর্শ করলেন স্টিভেন স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি হাঁকালেন এই ব্যাটার। সেঞ্চুরিতে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন তিনি। অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান ম্যাথু হেইডেনকে স্পর্শ করেন স্মিথ।
বৃহস্পতিবার সেঞ্চুরি করার পরপরই আউট হয়ে গেছেন স্মিথ। ১০৪ রান করে কেশব মহারাজের বলে তাকেই ক্যাচ তুলে দিয়েছেন তিনি। এদিকে আরো রেকর্ড ডাকছে ডানহাতি এই ক্রিকেটারকে। এই বর্ষপঞ্জিকায় স্টিভ ওয়াহকে (৩২) পেছনে ফেলে শীর্ষ সেঞ্চুরিয়ান রিকি পন্টিংয়ের (৪১) পরে অবস্থান নেওয়ার হাতছানি স্মিথের সামনে।
সিডনিতে চতুর্থ সেঞ্চুরি করলেন স্মিথ। তাতে করে বিখ্যাত এই মাঠে সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায় কেবল পন্টিংয়ের (৬) পেছনে থাকলেন তিনি। এছাড়া এই মাঠে হাজার টেস্ট রান করা ষষ্ঠ ব্যাটসম্যান হলেন স্মিথ। এদিকে সিডনি টেস্টে দারুণ ব্যাট করছে অজিরা। আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post