স্পোর্টস ডেস্কঃ টানা দ্বিতীয় ম্যাচে ১৮০-এর বেশি রান করেছিল দুবাই ক্যাপিটালস। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ১৮৭ রান নিয়ে প্রতিপক্ষকে আটকাতে পারলেও, গালফ জায়ান্টসের বিপক্ষে ১৮৩ রান নিয়ে আটকাতে পারেনি।
গেল সোমবার ৬ উইকেটে হারের সেই ম্যাচে ৭৯ রানের ইনিংস খেলেন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা। বৃহস্পতিবার রাতে একই দলের বিপক্ষে আইএল টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে তার দল। এই ম্যাচে দর্শকদের পাশে চাইলেন তিনি।
উথাপ্পা সেই প্রসঙ্গে বললেন, ‘আমরা কদিন আগেই তাদের বিপক্ষে খেলেছিলাম এবং তারা আমাদের হারিয়েছিল। আমরা এখন আমাদের শক্তির দিকে মনোযোগী এবং সমীকরণের বাইরে তাদের রাখছি। একই সঙ্গে তারা কীভাবে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল এবং প্রয়োজনের সময় সুযোগের সদ্ব্যবহার করেছে সেটাও বিবেচনায় রাখছি।’
দুবাই ক্যাপিটালসকে উজ্জীবিত রাখতে ভক্তদের পাশে চাইলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান, ‘এই টুর্নামেন্ট যারা ক্রিকেট পছন্দ করে, তাদের কাছে উচ্চমানের ক্রিকেট উপহার দিতে যাচ্ছে। তাই আমি ভক্তদের বলতে চাই কাজ শেষে তারা যেন স্টেডিয়ামে আসে এবং যারা ছোট, তারা যেন স্কুল শেষে বাবা মাকে নিয়ে মাঠে আসতে রাজি করায়। দুবাই ক্যাপিটালসকে উৎসাহ যেন দেয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post