স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনায়াস জয়ে এগিয়ে গেল ভারত। বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে রোহিত শর্মাদের জয় ৫ উইকেটে। বার্বাডোজের কেনিংটন ওভালে আগে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় ২৩ ওভারে মাত্র ১১৪ রানে। এই সংস্করণে ভারতের বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ২২.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলে ম্যাচ জিতে নেয়। ১৬৩ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে রোহিতের দল। জয় পেলেও এত কম রান করতে ৫ উইকেট হারানোয় খানিকটা অবাক হয়েছেন ভারতের অধিনায়ক।
রোহিত বলেন, ‘আমরা কখনই ভাবিনি আমরা ৫ উইকেট হারাব। কিন্তু এটা ভালো ব্যাপার যে বেশ কিছু ছেলে মাত্রই এসেছে তাদের আমরা খেলার সুযোগ দিতে পেরেছি। প্রথমত ভালো একটা জায়গায় যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। তাদেরকে মূলত ১১৪ রান আটকে দেয়া ভালো ব্যাপার ছিল।’
রোহিত আরও বলেন, ‘সত্যি বলতে, ভাবতেও পারিনি উইকেটের আচরণ এরকম হবে। পেসারদের জন্য এখানে সবরকম সহায়তা ছিল, স্পিনারদের জন্যও। রান করা ছিল বেশ কঠিন। তবে ওদেরকে এত কম রানে আটকে রাখা আমাদের বোলিং ইউনিটের জন্য ছিল অসাধারণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post