স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। অবশেষে এই বোলার ডাক পেলেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আগেই দল ঘোষণা করে বিসিসিআই। মঙ্গলবার দলে বুমরাহ যুক্ত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
ওয়ানডে বিশ্বকাপের বছরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলবে ভারত। আজ (মঙ্গলবার) থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৫ ও ৭ জানুয়ারি হবে তিন টি-টোয়েন্টির বাকি দুটি। আগামী ১০, ১২ ও ১৫ জানুয়ারি হবে দু’দলের তিনটি ওয়ানডে।
সবশেষ বাংলাদেশ সফরে বুড়ো আঙুলে চোট পাওয়া রোহিত শর্মা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে আছেন। তবে দল থেকে বাদ পড়েছেন ওপেনার শিখর ধাওয়ান। সবশেষ বাংলাদেশ সফরে ব্যাট হাতে রান করতে পারেন নি এই বাঁহাতি ব্যাটার। রোহিত থাকছেন অধিনায়কের দায়িত্বে।
ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও আর্শদীপ সিং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post