স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় ম্যাচেও ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজার স্পিন বিষে কুপোকাত হলো অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই অজিদের ৬ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচে ১০ উইকেট ও ২৬ রান করে ম্যাচ সেরা হন জাদেজা। এই জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল। প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে জিতেছিলো ভারত। ঐ টেস্টে ৭ উইকেট ও ৭০ রান করে ম্যাচ সেরা হয়েছিলেন জাদেজা।
সিরিজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার এমন নাজুক পারফর্মেন্সে হোয়াইটওয়াশ এড়ানোর সম্ভাবনা দেখছেন না ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের ধারণা, ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ হবে অজিরা। চ্যাপেল বলেন, ‘এখান (সিরিজের প্রথম দুই ম্যাচেই হার) থেকে ফিরে আসা খুবই কঠিন কাজ। আপনি একবার না, দুইবার একই কাজ করেছেন। এই দিক বিবেচনা করলে আপনি বলতেই পারেন, ৪-০ তে সিরিজ জয়ের বড় সম্ভাবনা আছে ভারতের।’
সময়ের সঙ্গে সঙ্গে উইকেট থেকে আরও বেশি সুবিধা আদায় করেছেন ভারতের স্পিনাররা। এ প্রসঙ্গে চ্যাপেল বলেন, ‘আমি মনে করি, দ্বিতীয় দিনের বিকেলের সেশনে অনেক সাহসী ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া এবং প্রথম সেশন শেষে তারা ম্যাচে ছিল। কিন্তু তারপর তারা ম্যাচ থেকে ছিটকে যায়।’
আগামী পহেলা মার্চ থেকে ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। এই টেস্টের ভেন্যু আগে নির্ধারণ করা হয়েছিল হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়াম। কিন্তু ম্যাচ আয়োজনের মতো অবস্থা না থাকায় তৃতীয় টেস্টের ভেন্যু সেখান থেকে সরানো হয় ইন্দোরে।
Discussion about this post