স্পোর্টস ডেস্কঃ অবশেষে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে চেন্নাইয়ে টিম হোটেলে উঠেন এই ক্রিকেটার।
সবশেষ পাকিস্তান সিরিজের পর দেশে না এসে ইংল্যান্ডে কাউন্টি খেলতে চলে যান সাকিব । সেখানে একটি ম্যাচ খেলে বল হাতে দারুণ পারফর্ম করেছেন তিনি। সেই ম্যাচ খেলার পর ভারতে বাংলাদেশ দলের সঙ্গে অনেকটা দেরিতে যোগ দিলেন তিনি। সবকিছু ঠিক থাকলে আজকের অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিতে নামবেন সাকিব। যদিও তাঁর ভ্রমণক্লান্তি নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায়।
চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী বৃহস্পতিবার। ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুদল। এরপর দুদল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি গোয়ালিয়র সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। এরপর ৯ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টিও সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচটি হবে দিল্লিতে। আর ১২ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টি হবে হায়দরাবাদে, আগের দুই ম্যাচের মত একই সময়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০